বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে রনক্ষেত্র মেদিনীপুর শহর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরে পুলিশের সন্ত্রাস ও অত্যাচার এর বিরুদ্ধে বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে রনক্ষেত্র মেদিনীপুর শহর।জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগে সোমবার পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি।ব্যারিকেড ভেঙে এগোতেই তাদের বাধা দিতে থাকে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয়।পুলিশের লাঠিতে ৩৫ জন বিজেপি কর্মী আহত হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। আহতদের মেদনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।কর্মসূচিতে অংশ নেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ও প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।ভারতী ঘোষ জানান, তাঁদের কর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছিলেন।বিনা প্ররোচনায় পুলিশ তাদের উপর লাঠি চালিয়েছে। রাজ্য সরকার দমনমূলক নীতি নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Comment