নিকাশি সমস্যা সমাধানের পর পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস মন্ত্রী অরূপ রায়ের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলা সদর সভাপতি তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের কথায় হাওড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় জঞ্জাল ও নিকাশি সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল।এ বার সেখানকার বাসিন্দাদের দাবি তাঁদের কাঁচা বাড়ি পাকা বাড়িতে পরিনত করা হোক।সেই নিয়ে জেলা প্রশাসন ভাবনা চিন্তা করছে। এ সম্পর্কে মন্ত্রী অরুপ রায় বলেন, “আমাদের লোক ওখানে গিয়েছিল।তাঁরা সেখানে নিকাশি নালা পরিস্কার ও শৌচালয় পরিস্কার করেছে।ওখানকার বাসিন্দারা দাবি জানিয়েছেন যে তাঁদের কাঁচা বাড়িকে সরকার পাকা বাড়িতে পরিণত করুক। সেই বিষয় নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি।”প্রসঙ্গত গত সোমবারই হাওড়ার শরৎ সদনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশাসনিক বৈঠক করেছেন ।সেখানে তিনি শহরের বিভিন্ন স্থানে জমা জল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।পাশাপাশি প্রশাসনিক বৈঠক করার আগে তিনি ২৯ নম্বর ওয়ার্ডের বস্তি এলাকা পরিদর্শনে যান।সেখানে গিয়ে তিনি স্থানীয়দের সাথে কথা বলেন।তাঁদের নানা সমস্যার কথা শোনেন।সেই সমস্যা দূর করার জন্য তিনি জেলা সভাপতি অরূপ রায়কে ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। তারপর সমবায় মন্ত্রী অরূপ রায়ের নির্দেশে শুরু হয় কর্মযজ্ঞ।অরূপবাবুর উদ্যোগে ওইখানে ২৯ নং ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা ও বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাস যান।তিনি নিজে উপস্থিত থেকে ২৯ নং ওয়ার্ডের ২ নং রাউন্ড ট‍্যাঙ্ক লেনে ও অন্যান্য জায়গায় ময়লা, জমা জল,আবর্জনা পরিস্কার করান।এবার সেখানকার বাসিন্দাদের পাকা বাড়ি নির্মাণের কথা ভাবনা চিন্তা করছে সরকার।যা শুনে স্বভাবতই খুশি সেখানকার বাসিন্দারা।

Leave a Comment