চলে গেলেন ‘মেমসাহেব’-এর স্রষ্টা বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : চলে গেলেন বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক তথা বিশিষ্ট সাংবাদিক নিমাই ভট্টাচার্য। বৃহস্পতিবার বেলায় টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিদগ্ধ সাহিত্যিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯।

পেশায় সাংবাদিক হলেও নিজ সৃষ্টিগুণে বাঙালির কাছে তিনি সাহিত্যিক হিসেবেই পরিচিত। তাঁর কালজয়ী সৃষ্টির মধ্যে ‘মেম সাহেব’, ‘ইমন কল্যাণ’, ‘অষ্টাদশী’, ‘ম্যারেজ রেজিস্ট্রার’, ‘নাচনী’ অন্যতম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়েও অগাত পাণ্ডিত্য ছিল নিমাই বাবুর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পাঠক মহলে।