নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার বেলায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রাজ্য শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। তাঁকে ভর্তি করা হয় কোলকাতার এসএসকেএম হাসপাতালে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে আচমকাই তাঁর মাথার যন্ত্রণা শুরু হয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসাপাতালে। সেখানে সিটিস্ক্যান করা হলে জানা যায়,তাঁর মাথায় রক্তক্ষরণ শুরু হয়েছে। দ্রুত তাঁর অস্ত্রোপচার করতে হবে বলে চিকিৎসকরা জানান। তারপরই ৮ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
মস্তিষ্কে রক্তক্ষরণ! গুরুতর অসুস্থ উলুবেড়িয়া উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাজি
Published on: