পণের দাবিতে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের এক সিভিক পুলিশের বিরুদ্ধে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পণের দাবিতে এক গৃহবধূকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল এক সিভিক পুলিশ ও তার পরিবারের বিরুদ্ধে।ওই গৃহবধূ থানায় অভিযোগ জানাতে গেলে সিভিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করতে অস্বীকার পুলিশের।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।যদিও এব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি গোয়ালপোখর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা সিভিক পুলিশ সুমন সরকারের সাথে গ্রামেরই বাসিন্দা লক্ষী সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সুমন ও তার পরিবারের লোকেরা পণের টাকার দাবিতে গৃহবধূ লক্ষীর উপরে নিত্যদিন শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। বৃহস্পতিবার লক্ষীকে ব্যাপক মারধর করে তার স্বামী, শ্বশুর শ্বাশুড়ি ও ননদ।নির্যাতিতা গৃহবধূ লক্ষী সরকার জানায়, কোনওরকমে প্রান বাঁচিয়ে সে গোয়ালপোখর থানায় স্বামী সিভিক পুলিশ সুমন সরকারসহ তাঁর শ্বশুর শ্বাশুড়ি ও ননদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে গেলে গোয়ালপোখর থানা অভিযোগ নিতে অস্বীকার করে। হাসপাতাল থেকে রিপোর্ট করে আনতে বলে। এরপর লক্ষীদেবী স্থানীয় হাসপাতাল থেকে রিপোর্ট আনলেও অভিযোগ গোয়ালপোখর থানা নেয়নি বলে অভিযোগ।এই ঘটনার কথা স্বীকার করে স্থানীয় পঞ্চায়েত সদস্য শান্তি সরকার।তিনি বলেন যতক্ষণ না গোয়ালপোখর থানা নির্যাতিতা গৃহবধূ লক্ষীদেবীর অভিযোগ গ্রহন করবে ততক্ষণ তারা থানা থেকে যাবেন না।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Leave a Comment