এবার বাড়িতে বসেই এন্ড্রয়েড ফোনের মাধ্যমে প্রচেষ্টা প্রকল্পে আবেদন করা যাবে, বিস্তারিত জানুন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে কর্মহীন হওয়া অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘প্রচেষ্টা’ প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু, প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় রাজ্য সরকার সেই প্রক্রিয়া স্থগিত করে। অবশেষে গতকাল রাজ্য শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এবার বাড়িতে বসে এন্ড্র‍য়েড ফোন ব্যবহার করেই প্রচেষ্টা প্রকল্পে আবেদন করা যাবে। সূত্রের খবর, দু’একদিনের মধ্যেই গুগল প্লে স্টোর থেকে ‘Prachesta’ নামক অ্যাপটি ডাউনলোড করা যাবে। নাম, ঠিকানা, মোবাইল নং, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড ও আধার কার্ডের নাম্বার দিতে হবে। পাশাপাশি, ব্যাঙ্ক ডিটেইলসও দিতে হবে। পরিবারের একজন সদস্যই সংশ্লিষ্ট নির্দেশিকা মেনে আবেদন করতে পারবেন। গ্রামের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিক ও শহরাঞ্চলের ক্ষেত্রে মহকুমাশাসক জমা পড়া আবেদনগুলি যাচাই করবেন। বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য ‘প্রচেষ্টা’ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে। সবশেষে, শ্রম দপ্তরের পক্ষ থেকে বিবেচিত আবেদনকারীদের ব্যাঙ্কে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।