টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, খিদিরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিনের টানা বৃষ্টির পর সোমবার সকাল থেকে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আকাশ।কিন্তু কয়েকদিনের বৃষ্টির রেশ এখনও কাটেনি।বিভিন্ন প্রান্তে এখনও জমে রয়েছে জল। সোমবারও কার্যত বিপর্যস্ত জনজীবন।আর তাতেই নেমে এসেছে বিপদ।সোমবার সকালে দক্ষিণ বন্দর থানার এলাকার খিদিরপুরের একটি গোডাউনের ভিতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির।

মৃত ব্যক্তির নাম সত্যকান্ত রাও(৫২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে খিদিরপুরের একটি গোডাউনে কাজ করতেন সত্যকান্ত রাও ওড়িশার বাসিন্দা ওই ব্যক্তি। সেখানেই থাকতেন তিনি। সোমবার সকালে স্থানীয়রা সত্যকান্তবাবুকে গোডাউনের সামনে পড়ে থাকতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় দক্ষিণ বন্দর থানায়।পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলের মধ্যে দাঁড়িয়েই সুইচ বোর্ডে হাত দিয়েছিলেন তিনি। সেই সময়ই তড়িদাহত হয়ে মৃত্যু হয় সত্যকান্ত রাওয়ের।  

Leave a Comment