নিজস্ব সংবাদদাতা : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। মৃতের নাম মধুমিতা রুইদাস। জানা গেছে হাওড়া আমতা সাহা পাড়ার এর বাসিন্দা মধুমিতা রুই দাস (২১) গর্ভবতী অবস্থায় প্রসব যন্ত্রণা নিয়ে গত মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়।
বুধবার সকাল সিজার করে একটি পুত্র সন্তানের জন্ম দেয়।বুধবার রাত থেকেই পেশেন্টের প্রচন্ড জ্বর হয়। পেশেন্টের অবনতি হওয়ায়। পেশেন্ট কে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।সেই সময় তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে উলুবেড়িয়া হাসপাতালে সি সি ইউ তে ভর্তি করা হয়।
আজ সকালে মধুমিতা মারা যায়। রোগীর আত্মীয়দের অভিযোগ ডাক্তার শ্যামল বেরার ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়। তারপরেই হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজন।
মধুমিতার স্বামী দিলীপ রুইদাস উলুবেরিয়া থানায় লিখিত অভিযোগ করেন।পাশাপাশি উলুবেড়িয়া হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ করেন।