উলুবেড়িয়া থেকে দেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া থেকে দেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো জয়পুরের ভাটোরা তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃত ব্যক্তি সেখ বাবলু উলুবেড়িয়ার জয়পুর থানা এলাকার দক্ষিণ ভাটোরার বাসিন্দা। এলাকা সুত্রে জানা গেছে আমতা দুই নং ব্লকের দ্বীপাঞ্চল ভাটোরার হাটগাছা এলাকায় রাস্তার পাশে বসেছিলেন কয়েকজন স্থানীয় যুবক। সেইখানে দিয়ে সাইকেলে একটি ব্যাগ ঝুলিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির হাবভাব দেখে সন্দেহ হ‌ওয়ায়, তার পথ আটকায় স্থানীয় এই যুবকরা। সন্দেহের বশে এই ব্যক্তির ব্যাগ খুলে তল্লাশি চালাতে গিয়ে তারা দেখেন ব্যাগের মধ্যে ভাতের চালের তলায় লুকানো রয়েছে তিনটি দেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি।

এরপরেই তারা এই ব্যক্তিকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ভাটোরা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ব্যক্তিকে গ্রেফতার করে এবং আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান বছর খানেক আগে এই এলাকায় দুই তৃনমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল। পুলিশের ধড়পাকড়ের পর কিছুদিন এলাকা শান্ত থাকলেও ইদানিং আবার এলাকায় বাইরের লোকের আনাগোনা বেড়েছে। তাদের দাবি এলাকাকে আবার অশান্ত করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র জড়ো করছে দূস্কৃতিরা। ঘটনা প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সৌম্য রায় বলেন তিনটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি  সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি কারণে সে এই অস্ত্র নিয়ে এসেছিল বা কোথা থেকে এগুলো পেলো? সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment