বাইকে লেখা যাবে না ‘পুলিশ’, কড়া নির্দেশ জয়েন্ট সিপির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্রায়শই বাইক বা গাড়ির সামনে ‘পুলিশ’ লিখে কিমবা পুলিশের লোগো লাগিয়ে ঘুরতে দেখা যায় বহু মানুষকে। এবার থেকে আর কোনো সিভিক ভলান্টিয়ার বাইক বা গাড়ির সামনে পুলিশ লিখতে কিমবা কোলকাতা পুলিশের স্টিকার মারতে পারবেন না।

ইতিমধ্যেই কোলকাতা পুলিশের তরফে এই মর্মে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে। এই নির্দেশ কঠোরভাবে বলবৎ করা হবে বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ‘ভুয়ো’ আইএএস কান্ডের পর আরও সতর্ক পুলিশ। মনে করা হচ্ছে, সেই সতর্কতার অঙ্গ হিসাবেই সিভিক ভলান্টিয়ারদের বাইকে বা গাড়িতে পুলিশ লেখার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হল।