নিজস্ব সংবাদদাতা : বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হেনস্তার প্রতিবাদে অভিনব প্রতিবাদে সামিল হল বিজেপি’র কর্মী সমর্থকরা। চায়ের কাপ হাতে রাস্তায় বসে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার বিকালে উলুবেড়িয়া ওটি রোডের গরুহাটা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন কয়েকশো বিজেপি কর্মী। অবরোধের ফলে ওটি রোড ও উলুবেড়িয়া শ্যামপুর রোডের যানচলাচল বেশকিছুক্ষণ ব্যাহত হয়। আধ ঘন্টা পরে বিজেপি কর্মীরা নিজেরাই অবরোধ তুলে নেয়।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হেনস্তার প্রতিবাদে রাস্তা অবরোধ উলুবেড়িয়ায়
Updated on: