সমস্যার প্রতিকার চেয়ে কাউন্সিলরের বাড়িতে হাজির ছাত্র ছাত্রীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : স্কুলের পাশে জমে রয়েছে আবর্জনা। নেই কোনো কল। রাস্তার অবস্থাও খুব খারাপ। এছাড়াও বিভিন্ন সমস্যার প্রতিকার চেয়ে স্থানীয় কাউন্সিলরের বাড়িতে হাজিরা ছাত্র ছাত্রীরা। উলুবেড়িয়া পুরসভার ১৬ নং ওয়ার্ডের সামুইপাড়ার ঘটনা। জানা গেছে চেঙ্গাইল শ্রী বিদ্যানিকেতনে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় সতেরশো। স্কুলের ছাত্র ছাত্রীদের অভিযোগ এলাকায় আগে একটি ময়লা ফেলার ভ্যাট ছিল। কিন্তু দীর্ঘদিন ধরেই পুরসভার গাড়ি ভ্যাট থেকে ময়লা তুলে না নিয়ে যাওয়ার ফলে স্কুলের চারিপাশে জমে রয়েছে আবর্জনা। উধাও হয়ে গিয়েছে ভ্যাটটি‌ও। আবর্জনা ফেলার ফলে স্কুলের পিছনের খালটি নরকে পরিণত হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে স্কুলের পঠন পাঠন।

স্কুলে প্রবেশের রাস্তাটির অবস্থাও‌ তথৈবচ। স্কুলে কোনো প্রাচীর না থাকায় রাস্তা দিয়ে যাওয়া রোমিও দের ইভটিজিং এর স্বীকার হতে হয় স্কুলের ছাত্রীদের। এই সবের প্রতিকার চেয়ে বুধবার দুপুরে স্থানীয় কাউন্সিলর প্রার্থনা পন্ডিতের বাড়িতে হাজির হয় স্কুলের ছাত্র ছাত্রীরা। সমস্ত অভিযোগ শুনে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বি জে পি থেকে জয়ী কাউন্সিলর প্রার্থনা পন্ডিত বলেন ছাত্র ছাত্রীরা আমার কাছে এসেছিল তাদের একাধিক সমস্যার কথা জানিয়েছে। তিনি বলেন আমি এর আগেও পুরসভার চেয়ারম্যানকে এই সমস্ত কাজের দাবি জানিয়েছি। তার দাবি বিরোধী কাউন্সিলর হ‌ওয়ার কারণেই পুরসভা এই কাজ গুলো করেনি। তিনি আরো বলেন আমি সবসময় ছাত্র ছাত্রীদের পাশে আছি। আবারো আমি পুরসভার চেয়ারম্যানের কাছে যাবো এই সমস্ত দাবি নিয়ে।

Leave a Comment