আম্ফানের তান্ডব! আগামীকাল সকলকে বাড়িতে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহের মাঝেই বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আম্ফান’। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকালই দুপুরের পরই দীঘা-হাতিয়ার মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই সুপার সাইক্লোন। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ভয়াল তাণ্ডব চালাতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যবাসীকে আগামীকাল দিনভর ঘরে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, আজ বিকালেই ‘আম্ফান’ নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, “ইতিমধ্যেই ৩ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে আম্ফান মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।”