রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো, হাওড়ায় নতুন করে আক্রান্ত ১০৬

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গত বুধবারই সর্বদলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে লকডাউনের মেয়াদ ৩১ শে জুলাই অব্ধি বাড়ানোর কথা ঘোষণা করেছেন। তার মাঝেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত শুক্রবার বুলেটিনে দেখা গিয়েছিল রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪২ জন। সেটাই ছিল এ পর্যন্ত সর্বাধিক বৃদ্ধি। শনিবারের বুলেটিনে সেই সংখ্যাকে না টপকালেও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০০-র বেশি মানুষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২১ জন, মারা গেছেন ১৩ জন ও সুস্থ হয়েছেন ২৫৪ জন। অর্থাৎ, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,৭১১, মৃত ৬২৯ ও সুস্থ ১০,৭৮৯। অন্যদিকে, হাওড়া জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন, মারা গেছেন ২ জন ও সুস্থ হয়েছেন ৩৩ জন। অর্থাৎ, হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪৮১, মৃত ৯১ ও সুস্থ ১,৭০১।