নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই দেশজুড়ে লকডাউনের মেয়াদ ১৪ দিন বাড়ানোর পাশাপাশি সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোনার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার সকালে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৪৪। রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৯৮০। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৩০১ জনের। গত ২৪ ঘণ্টায় ৮৩ জন মারা গিয়েছেন। তবে আশার আলো করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১০৬৩৩। অর্থাৎ, ভারতে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮০৪৬।
দেশে ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ১৩০১, জানাল কেন্দ্র
Published on: