ব্যান্ডেলে পঞ্চায়েত প্রধানের স্বামীর হত্যাকাণ্ডে গ্রেফতার তিন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা দিলীপ রামের হত্যাকাণ্ডে চন্দননগর পুলিশ কমিশনারেট অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মহন্মদ নাসিম ওরফে গুড্ডু, বৈজনাথ রায় ওরফে হেডেক ও মঙ্গল যাদব। এদের টিটাগর ও মগরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।শনিবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়, এই খুনের ঘটনায় আগেই   দুইজনকে গ্রেফতার করা হয়েছে, এদিন আরও তিনজনকে গ্রেফতার করা হয়।প্রসঙ্গত, গত ২৯ শে জুন ব্যান্ডেল স্টেশনের সামনে রেল লাইনের ওপর দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা দিলীপ রাম।ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই খুনের মাষ্টার মাইন্ড হচ্ছে শকুন্তলা যাদব ওরফে সমুন্দ্রী যাদব। ব্যান্ডেল পেট্রলপাম্পের কাছে একটি জমিকে কেন্দ্র করে সমুন্দ্রী ও দিলীপ রামের মধ্যে ঝামেলা শুরু হয়। সমুন্দ্রী চেয়েছিল ওই জমিটি কম টাকায় কিনতে। কিন্তু সেটা হতে দিচ্ছিল না দীপক রাম। এরপরেই তিন লক্ষ টাকার বিনিময়ে তিন জন সুপারি কিলার ঠিক করেছিল সমুন্দ্রী।

Leave a Comment