নিজস্ব সংবাদদাতা : হাওড়ার উদয়নারায়নপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের রামসরণচক এলাকা থেকে উদ্ধার দুটি কচ্ছপ। জানা গেছে স্থানীয় যুবক অর্নব অধিকারী রবিবার রাত ৯ টা নাগাদ এলাকার বাঁধের রাস্তা দিয়ে যাওয়ার সময় কচ্ছপ দুটিকে দেখতে পায়। সাথে সাথেই কচ্ছপ দুটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। সোমবার সকালে অর্নব যোগাযোগ করে বনদফতরের সাথে। অর্নব জানায় রাস্তায় কচ্ছপ দুটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসি। কারন অন্য কোনো ব্যক্তির হাতে পড়লে কচ্ছপ দুটিকে খেয়ে ফেলতে পারতো। তার পরেই বন দফতরের সাথে যোগাযোগ করি।
উদয়নারায়নপুর থেকে উদ্ধার দুটি কচ্ছপ
Published on: