উলুবেড়িয়ার স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের উদ্যোগ পালিত হল কবিগুরুর মৃত্যুবার্ষিকী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : জেলা তথ্য সাংস্কৃতি দপ্তরের পরিচালনায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান‌ পালন করলো উলুবেড়িয়ার কাঠিলার আশা ভবন সেন্টার‌ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য ও উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করে হোমের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা। অনুষ্ঠানে মঞ্চে ‌বসেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকে মন্টু মন্ডল নামের এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া মহকুমা আধিকারিক ‌তুষার সিংলা, রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় সিং প্রমুখ।

Leave a Comment