নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পশ্চিমবঙ্গের কৃষকরা ১৪-১৫ হাজার টাকা কম পেয়েছে। শনিবার উলুবেড়িয়ার মনসাতলায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে অংশ নিয়ে এভাবেই কিষান সম্মাননিধি নিয়ে রাজ্য সরকারকে এক হাত নিলেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী। এদিন কৈলাস চৌধুরী বলেন, যদি কিষান সম্মাননিধি চালু হওয়ার সময় ঠিক সময় মতো কৃষকদের তথ্য রাজ্য সরকার পাঠাত তাহলে পশ্চিমবঙ্গের কৃষকরা ৬-৭ টা কিস্তির টাকা পেতো, যেটা থেকে তারা বঞ্চিত হয়েছেন। পাশাপাশি তিনি এদিন বলেন, পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রীয় প্রকল্প গুলো হয় মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না অথবা নাম পরিবর্তন করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, নিজে বাহবা নেওয়ার জন্য। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্য সরকারের কোন লাভ হবেনা, এখন অনেক প্রযুক্তি আছে মিডিয়া আছে, এগুলো যে কেন্দ্রীয় সরকারের যোজনা তা মানুষ জেনে গেছে। তারা একটাই কাজ করতে পারে, যে শুধু নিজেদের কর্মীদের এই প্রকল্পের লাভ দিয়ে বিজেপির কর্মীদের বঞ্চিত করতে পারে। এর বেশি কিছু করতে পারবে না। এদিনের এই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।