নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে বিজেপির বুথ সভাপতিকে লাঠি ও রড দিয়ে মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ষড়রং গ্রাম। আক্রান্ত হয়েছেন আরও এক জন। স্থানীয় বাসিন্দারা আক্রান্ত ওই দুজনকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ষড়রং গ্রামের বিজেপি বুথ সভাপতি গৌরচন্দ্র মাইতি এক সঙ্গিকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, গ্রামে ঢোকার মুখেই তৃণমূলের কর্মী সমর্থকরা তার পথ আটকায়। আচমকা পিছন থেকে লাঠি ও লোহার রড নিয়ে মারধর শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতেই পড়ে যান দুজনেই। বর্তমানে দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তৃণমূলের নেতৃত্বেরা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
পশ্চিম মেদিনীপুরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে
Published on: