নির্দেশ অগ্রাহ্য করেই হাওড়ার বিভিন্ন জায়গায় অবরোধ তৃনমূলের

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা: উলুবেড়িয়া-দল নেত্রীর নির্দেশ অগ্রাহ্য করেই হাওড়ার বিভিন্ন জায়গায় অবরোধ তৃনমূলের। সোমবার দুপুরে উলুবেড়িয়া ২ নং ব্লক অফিসের সামনে থেকে একটি মিছিল করে ৬ নং জাতীয় সড়কের পানপুর মোড়ে পৌঁছায় তৃনমূল কর্মী সমর্থকরা। সেখানেই তারা ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় ৩০ মিনিট চলে অবরোধ। বন্ধ হয়ে যায় ৬ নং জাতীয় সড়কে যানচলাচল। পরে নিজেরাই অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। সোমবার সকালে হাওড়া দক্ষিণ পূর্ব রেলের হাওড়া- আমতা শাখার দাসি স্টেশনের কাছে রেল অবরোধ করে তৃনমূল সমর্থকরা। প্রায় ১৫ মিনিট চলা এই অবরোধের ফলে বন্ধ হয়ে যায় এই শাখার ট্রেন চলাচল। চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। অন্যদিকে ও উদয়নারায়নপু এলাকায় পেড়ো, উদয়নারায়নপুর, রাজাপুর সহ ৫ টি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করা হয় উদয়নারায়নপুর তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে নেতৃত্বে ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। অন্যদিকে এদিন বিকালে উলুবেড়িয়া শহরে, হাওড়া গ্রামীন জেলার তৃণমূল সভাপতি পুলক রায় এর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি উলুবেড়িয়া স্টেশন থেকে শুরু হয়ে উলুবেড়িয়া শহর প্রদক্ষিণ করে উলুবেড়িয়া মহকুমাশাসক এর দফতরের সামনে শেষ হয়।

Leave a Comment