জয়েন্ট ও নিটের প্রস্তুতিতে চালু হল বিশেষ মকটেস্ট, বাড়িতে বসেই বিনামূল্যে মিলবে এই সুবিধা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে পিছিয়ে গেছে NEET ও JEE(Main) এর মতো সর্বভারতীয় ক্ষেত্রের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রস্তুতি কেন্দ্রগুলি। যার জেরে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পড়ুয়াদের প্রস্তুতি। তাই তাদের সুবিধার্থে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করল ‘ন্যাশানাল টেস্টিং এজেন্সি’ (এন.টি.এ)। গত ১৯ শে মে ‘ন্যাশনাল টেস্ট অভ্যাস’ নামক এই বিশেষ অ্যাপটির উদ্বোধন করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। জানা গেছে, যেসমস্ত পরীক্ষার্থী জে.ই.ই ও নিটের মতো প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছেন তাঁরা এই বিশেষ অ্যাপ ব্যবহার করে মকটেস্ট দিতে পারবেন। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ভারতের যেকোনো প্রান্তের পরীক্ষার্থীরা এই মক টেস্টে সামিল হতে পারবেন। ইন্টারনেট না থাকলেও মকটেস্টে অংশ নেওয়া যাবে। গুগুল প্লে-স্টোর থেকে স্মার্টফোন বা ট্যাবলেটে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এমনকি খুব শীঘ্রই অ্যাপটি পাওয়া যাবে আই ও এসেও। সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড করার পর ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করে নিজের বিশেষ একাউন্ট তৈরী করতে হবে। তারপরই ছাত্রছাত্রীরা বিনামূল্যে তাদের পছন্দমতো বিষয়ে মকটেস্ট দিতে পারবেন। প্রতিদিন নতুন মক টেস্ট দেওয়া হবে বলে প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এই মকটেস্টগুলি পড়ুয়ারা ডাউনলোড করে অফলাইনেও পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দেওয়ার পর তারা ফের অনলাইনে তাদের পরীক্ষাপত্র জমা করে মূল্যায়নের ফলাফল জানতে পারবেন বলে জানা গেছে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কোথায় ঘাটতি আছে সেবিষয়েও পরামর্শ মিলবে এই অ্যাপে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে পরীক্ষায় বসতে চলা দেশের কয়েক লক্ষ পডুয়া অনেকাংশেই উপকৃত হবে বলেই মনে করছেন শিক্ষাবিশারদরা।