চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়, দেশজুড়ে শোকের ছায়া

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : চলে গেলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বাংলার অন্যতম শ্রেষ্ঠ কৃতি সন্তান প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই বিদগ্ধ ব্যক্তিত্ব। গত ৯ ই আগস্ট রাতে ১০ নম্বর রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। মস্তিষ্কে চোট লাগায় তার পরের দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি তাঁর। অবশেষে আজ তাঁর ৮৫ বছরের দীর্ঘ জীবনপথের অবসান ঘটল। প্রণব বাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর বাবার মৃত্যুর খবর জানান। তিনি ট্যুইট বার্তায় লিখেছেন, আর.আর হাসপাতালের চিকিৎসকদের সবরকমের চেষ্টা সত্বেও চলে গেলেন বাবা। এদিন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রণব বাবুর মৃত্যুতে যে একটি যুগের অবসান ঘটল তা দ্ব্যর্থ ভাষায় বলাই যায়।