নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের পরীক্ষা গ্রহণ বাধ্যতামূলক। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধীতা করে আগেই রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়। এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, পড়ুয়াদের ঝুঁকি ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই করোনা সংক্রমণের এই আবহে পরীক্ষা না নেওয়াই উচিৎ। এদিন প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা এমনও লেখেন যে, তিনি প্রতিদিন শয়ে শয়ে ইমেল পাচ্ছেন পড়ুয়া এবং শিক্ষা ব্যবস্থায় যুক্তদের থেকে। সকলেই ইউজিসির নতুন গাইডলাইন অনুযায়ী পরীক্ষা নেওয়ার বিপক্ষে। সকলেই চাইছেন পড়ুয়াদের আগের পরীক্ষার ফল বিবেচনা করেই চূড়ান্ত ফল প্রকাশ করা হোক।