মোহনবাগান সমর্থকের কিডনি বিকল, পাশে দাঁড়াল উলুবেড়িয়া মেরিনার্স

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : মোহনবাগান তাঁর ধ্যানজ্ঞান, মোহনবাগান তাঁর প্রাণ। জীবনজুড়ে মোহনবাগান। সেরকমই একজন মোহনবাগানের অন্ধ ভক্তের নাম অনির্বাণ নন্দী। সম্প্রতি অনির্বাণের দু’টি কিডনিই খারাপ হয়ে যায়। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। এবার তার পাশে এগিয়ে এলো মোহনবাগানের ফ্যান ক্লাব উলুবেড়িয়া মেরিনার্স। রবিবার ফ্যান ক্লাবটির তরফে অর্থসাহায্য পাঠানো হয়। উল্লেখ্য, অনির্বাণের জীবনের অক্সিজেন শুধুই মোহনবাগান আর ফুটবল ময়দান। যাঁরা কোলকাতার ফুটবল সম্পর্কে একটু আধটু খোঁজখবর রাখেন তাঁরা কমবেশি প্রত্যেকেই অনির্বাণ নন্দী ওরফে অ্যানিকে চেনেন। মোহনবাগান মাঠে গেলে প্রায়শই তার দেখা মেলে। একটি টিভি চ্যানেলের রিয়েলিটি শো’য়ে এসেও জাতীয় ক্লাবের জয়গান গেয়েছেন তিনি। সেই অনির্বাণই এখন একটি কঠিন অসুখের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে যদি একটি কিডনি প্রতিস্থাপন না করা যায়, তাহলে তাঁর প্রাণ সংশয়ও ঘটতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু, কিডনি প্রতিস্থাপনের যা খরচ সেই সামর্থ্য অনির্বাণের নেই। তারপরই তিনি সোশ্যাল মিডিয়ায় বাংলার ফুটবলপ্রেমী মানুষের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। তাঁর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলো উলুবেড়িয়া মেরিনার্স। উলুবেড়িয়া মেরিনার্সের অন্যতম কর্তা অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানান, অনির্বাণের আকুতি শুনেই আমরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। উলুবেড়িয়া মেরিনার্সের সদস্যরা অর্থ দিয়ে এগিয়ে আসেন। তিনি জানান, মোট ৩৩ জন সদস্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রবিবার উলুবেড়িয়া মেরিনার্সের তরফে অনিবার্ণকে তাঁর একাউন্টে মোট ৭৭৫১ টাকা পাঠানো হয়। আর্থিক সাহায্য পেয়ে ‘জয় মোহনবাগান’ স্লোগান দেওয়ার মাধ্যমে উলুবেড়িয়া মেরিনার্সের সদস্যদের অনির্বাণ কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও তিনি অরিন্দম।