পুলুওয়ামার দ্বিতীয় বর্ষপূর্তিতে উলুবেড়িয়ায় ‘শহীদ’ বাবলু সাঁতরার নামে রাস্তার নামকরণ, মূর্তি উন্মোচন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদতা : ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি। সারা বিশ্ব যখন মেতে উঠেছিল ভ্যালেন্টাইন্স ডে পালনে, তখন শহিদের রক্তে রাঙা হয়েছিল ভূস্বর্গ কাশ্মীর। পুলুওয়ামার নৃশংস জঙ্গি হামলার ঘটনায় সেদিন শহিদ হয়েছিলেন ভারতমাতার ৪০ জন বীর জওয়ান। তাদের মধ্যে অন্যতম গ্রামীণ হাওড়ার বাউরিয়ার চককাশীর বাবলু সাঁতরা। পুলুওয়ামায় জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে উলুবেড়িয়ার বীর সন্তান বাবলু সাঁতরাকে শ্রদ্ধা জানাতে একাধিক উদ্যোগ নিল উলুবেড়িয়া পৌরসভা।

জানা গেছে, চেঙ্গাইল থেকে চককাশী অব্ধি একটি রাস্তার নামকরণ বাবলু সাঁতরার নামে করা হয়েছে। রাস্তাটির নাম দেওয়া হয়েছে ‘শহীদ বাবলু সাঁতরা সরণী’। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহিদের পরিবার।

এর পাশাপাশি, বাবলু সাঁতরার চককাশীর বাড়ির পাশেই তাঁর আবক্ষ মূর্তি গড়ে তোলা হয়েছে। রবিবারই ‘শহীদ বাবলু সাঁতরা সরণী’ ও আবক্ষ মূর্তি উন্মোচন করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উলুবেড়িয়ায় নবনির্মিত উড়ালপুল ও রাস্তা বাবলু সাঁতরার নামে করার দাবি উঠছিল। ফলে উলুবেড়িয়া পৌরসভার এই উদ্যোগে খুশি উলুবেড়িয়ার বহু মানুষ।