নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি দিয়ে পালিত হল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের জন্মাষ্টমী মহোৎসব

By superadmin

Published on:

নিজস্ব সংবাদদাতা: জন্মাষ্টমীর অনুষ্ঠানে এসে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টচার্য। রঘুদেবপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের উদ্যোগে পাঁচলার রঘুদেবপুর মোড়ে মহাজন্মাষ্টমী উপলক্ষ্যে চারদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্যোক্তারা জানিয়েছেন, চারদিনব্যাপী এই আয়োজনে ছিল নানা সামাজিক, সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান। পুজোর পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ছিল অঙ্কন প্রতিযোগিতা ও মুক্তমঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পাশাপাশি জনসেবার লক্ষ্যে রঘুদেবপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। চারদিনব্যাপী এই জন্মাষ্টমীর অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।