স্পেশাল অলিম্পিক ফুটবলে অংশ নিতে আমেরিকার পথে গ্রামীণ হাওড়ার জাহিরা ও ইত্তেশমা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আগামী ২৮ শে জুলাই থেকে ৭ ই আগস্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মিচিগান প্রদেশের ডেট্রয়েট শহরে বসতে চলেছে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবলের আসর। সেই ফুটবলের আসরে ভারত সহ মোট বারোটি দেশ অংশ নিতে চলেছে। সেখানে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পাড়ি দিচ্ছে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের ইত্তেশমা খাতুন ও উলুবেড়িয়ার জাহিরা খাতুন। বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ইত্তেশমা ও জাহিরা। দিল্লিতে গিয়ে জাতীয় দলের সাথে তারা যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

সেখান থেকেই আমেরিকার পথে পাড়ি দেবে ইত্তেশমা, জাহিরা সহ ১৫ সদস্যের ভারতীয় দল। উলুবেড়িয়ার বহিরা গ্রামের জাহিরা ও উদয়নারায়ণপুরের খলৎপুর গ্রামের ইত্তেশমা দু’জনেই বিশেষভাবে সক্ষম। দু’জনেই উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের আবাসিক। সেখানে থেকেই নিয়মিত ফুটবল অনুশীলন করেন দু’ই কিশোরী। আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বাড়ুই বলেন, আমাদের কাছে এ এক অত্যন্ত গর্বের মুহুর্ত। সমস্ত প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে ওরা এগিয়ে চলুক। আমরা সাথে আছি।