নিজস্ব সংবাদদাতা : সরকারিকরণ, মাসিক বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে উলুবেড়িয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কয়েকশো সদস্যা। বুধবার দুপুরে ইউনিয়নের কয়েকশো কর্মী প্রথমে মিছিল করে এসে উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে অবরোধ করেন। অবরোধের পাশাপাশি হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান সদস্যরা। বেশ কিছুক্ষণ চলে অবরোধ।
তারপর সেখান তাঁরা চলে যান উলুবেড়িয়ার মহকুমাশাসকের কার্যালয়ের সামনে। সেখানেও প্রায় আধ ঘন্টা চলে অবরোধ। পাশাপাশি, মহকুমাশাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। ইউনিয়নের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন দিন ধরে সরকারের কাছে একাধিক দাবি জানিয়ে আসছেন।
কিন্তু, সরকার তাদের কোনো দাবিতেই কর্নপাত করেনি। তাই একপ্রকার বাধ্য হয়েই তারা বিক্ষোভ, অবরোধের পথ বেছে নিয়েছেন। ইউনিয়নের সদস্যাদের কথায়, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি হলেও তাদের বেতন বাড়েনি। দ্রুত দাবিপূরণ না হলে সারা বাংলার প্রায় আড়াই লক্ষ মিড-ডে-মিল কর্মী ও তাদের পরিবারের তরফে ভোট বয়কট ও বৃহত্তর আন্দোলনের পথে সরব হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।