নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে ভ্রুণ ও সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনাকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তারপরই নড়েচড়ে বসল উলুবেড়িয়া পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর। বুধবার সকাল থেকেই চোখে পড়ল নানা তৎপরতা। এদিন সকালে দেখা যায়, উলুবেড়িয়া শহরের বিভিন্ন নার্সিংহোমের বর্জ্র্য ভ্যাট থেকে তোলার সময় পরীক্ষা করে তবেই তা ময়লা ফেলার গাড়িতে তোলা হচ্ছে। তারপর সেগুলি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি, এদিন উলুবেড়িয়া পৌরসভার বিশেষ তদন্তকারী ও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা বেশ কয়েকটি নার্সিংহোম পরিদর্শন করে তাদের সমস্ত নথিপত্র পরীক্ষা করেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বেশ কয়েকটি ক্ষেত্রে গাফিলতি লক্ষ করা গেছে বলে জানা গেছে। যদিও, উলুবেড়িয়া পৌরসভার ডাম্পিং সংলগ্ন এলাকার মানুষজন এখনো নিজেদের দাবিতে অনড়। তাদের অভিযোগ, গন্ধে তারা টিকতে পারছেন না। তাদের দাবি, অবিলম্বে ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র স্থানান্তরিত করতে হবে। এদিন নার্সিংহোম পরিদর্শন করে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন,”এই ঘটনার সাথে উলুবেড়িয়া পুরসভার কোনো যোগ নেই। এগুলো দেখভালের দায়িত্ব পুরোপুরি স্বাস্থ্য দফতরের।” আগামী চারদিন ধরে এই অভিযান চলবে বলে তিনি জানান। তিনি বলেন,”এদিন কিছু নার্সিংহোমের কাগজপত্রে অসঙ্গতি পাওয়া গেছে। যাদের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে তাদের লাইসেন্স সিজ করার জন্য সিএমওএইচকে বলব।”