ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! দক্ষিণবঙ্গে থমকে শীত, বৃষ্টির সম্ভাবনা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই ডিসেম্বর। ডিসেম্বর মানেই ঠান্ডার আমেজকে গায়ে মেখে পিকনিকে মেতে ওঠা। ডিসেম্বর শুরু হতে চললেও এবার এখনো সেভাবে ঠান্ডার দেখা মেলেনি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভবনা রয়েছে। রয়েছে নিম্নচাপের সম্ভাবনা। এর জেরে শীত বিঘ্নিত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আশঙ্কা সত্যি করে আন্দামান সাগরের নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হচ্ছে। যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তা আগামী শনিবার ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এসে উপস্থিত হবে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই সপ্তাহের শেষে ভারী বৃষ্টি হতে পারে। এমনকি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দু’ই ২৪ পরগণার উপকূলে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে। আর এসবের জেরেই আপাতত দক্ষিণবঙ্গে শীত থমকে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।